এস এম জহিরুল ইসলামঃ জাতীয় পার্টির কো- চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহিদুর রহমান টেপা বলেছেন, দেশের যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার চেস্টা করি । প্রলয়ঙ্কারী ঝড়, সিডোর, করোনাসহ সকল দুর্যোগে আমি মানবতার কাজ করছি ।
তিনি আরও বলেন, আমার রাজনৈতিক নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহাম্মদ এরশাদ ছিলেন একজন মানবিক মানুষ। তিনি সব সময় মানবতার সেবায় নিয়োজিত ছিলেন। তার কাছে থেকে তাকে দেখার সুযোগ হয়েছে। রাজধানীর বিজয় নগরের টেপা কমপ্লেক্সের সামনে তার ব্যাক্তিগত আয়োজনে অব্যাহত তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপেয় পানি ও শরবত বিতরন কর্মসুচির ২য় দিনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তাপদাহ যতদিন থাকবে ততদিন আমাদের এ কর্মসূচি চলবে।
এ সময় জাতীয় পার্টির কো- চেয়ারম্যান ও মুখপাত্র শুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য এইচ এম শফিকুর রহমান, মহাসচিব কাজী মামুনুর রশীদ, কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট এমদাদুল হকসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply