প্রতিবেদক মোঃ বিল্লাল হোসাইন: ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের চকবাজার থানার একটি বিশেষ টিম কর্তৃক পেশাদার চোর চক্রের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০5 সদস্যকে গ্রেফতার ও সিরিজ অস্ত্র উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত আসামীদের নামঃ ১। মোঃ রাজীব হোসেন রানা (২৮), ২। মোঃ শাহীন (৪০), ৩। মোঃ আবুল হাসান সুজন (২৫), ৪। মোঃ পারভেজ নুর (৩৮), ৫। মানিক চন্দ্র দাস (৩৬)।
পলাকত আসামীদের নামঃ ১। মোঃ রশিদ মিয়া (৪৬) (বিদেশে অবস্থানরত), ২। মোঃ হাসান শাহারিয়ার পাপ্পু (৩৫)।
গত ১২/০৪/২৪ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় চকবাজার মডেল থানাধীন ৪৯/বি পূর্ব ইসলামবাগের ৫ম তলার ভাড়াটিয়া মোঃ হাফিজুল ইসলামের বাসায় চুরির বিষয়ে চকবাজার মডেল থানার মামলা রুজু হলে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামী ১। মোঃ মিরাজ হোসেন (৩৫), ২। মোঃ মামুন (৩৪), ৩। মোঃ সায়মন (৩০), ৪। অমিত হাসান ইয়াসিন (২১), ৫। বরুন (৫০), ৬। হাসিনা বেগম (৫৭) ও ৭। জামিলা খাতুন হ্যাপি (১৮) দেরকে গ্রেফতার পূর্বক আলামত সমূহ উদ্ধার করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দি ও তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাজীব হোসেন রানা (২৮)কে একটি 7.65 বোরের বিদেশী পিস্তল ও 07(সাত) রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার করা হলে চকবাজার মডেল থানার মামলা রুজু হয়। উক্ত মামলায় আসামী মোঃ রাজীব হোসেন রানা (২৮) কে রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে প্রাপ্ত তথ্য এবং তার দেওয়া বিজ্ঞ আদালতে প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাকালে বিদেশী পিস্তল সংক্রান্ত তথ্য বেড়িয়ে আসে। পরবর্তীতে চকবাজার মডেল থানার একটি বিশেষ অভিযান পরিচালনাকারী টিম গঠন করা হয়। উক্ত টিম অত্যন্ত দ্রুততার সাথে অভিযান পরিচালনা করে এবং গ্রেফতারকৃত আসামী মোঃ শাহীন (৪০) এর দেওয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামী মোঃ আবুল হাসান সুজন (২৫) কে চকবাজার মডেল থানাধীন সোয়ারীঘাটস্থ মাছ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে 7.65 বোরের 01 (এক) টি বিদেশী পিস্তল ও 05 (পাঁচ) রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তার দেওয়া তথ্য মতে পলাতক আসামী বিদেশে অবস্থানরত মোঃ রশিদ মিয়া (৪৬) এর কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া কাঁচা বাজারের বোর্ড অফিস সংলগ্ন নির্মানাধীন বাড়ির 7ম তলার ছাদ থেকে একটি সিমেন্ট এর বস্তার তৈরী বাজারের ব্যাগে রক্ষিত একটি কালো রংয়ের দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও দুইটি কার্তুজ আলামত হিসেবে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ শাহীন (৪০) এর দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন পান্নিটোলা এলাকা থেকে আসামী মোঃ পারভেজ নুর (38) কে তার বাসা থেকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজতে থাকা বাসার ছোট টেবিলের ড্রয়ার থেকে 02(দুই) রাউন্ড গুলিসহ 01 (এক) টি .22 বোরের রিভলবার ও একটি ছোট বাক্সে থাকা 7.65 বোরের 20 (বিশ) রাউন্ড গুলি এবং অস্ত্র বিক্রির নগদ 1,00,000/-(এক লক্ষ) টাকা উদ্ধার পূর্বক আলামত হিসেবে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চকবাজার মডেল থানার মামলা রুজু হয়। উক্ত মামলায় আসামী ১।মোঃ শাহীন (৪০), ২। মোঃ আবুল হাসান সুজন (২৫) ও ৩। মোঃ পারভেজ নুর (৩৮) দেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবাজার মডেল থানার বিশেষ অভিযান পরিচালনাকারী টিম নিয়ে অভিযান পরিচালনা করে চকবাজার মডেল থানাধীন আলীরঘাট বেড়ীবাঁধস্থ নৌকাঘাটের সামনে থেকে আসামী ১। মানিক চন্দ্র দাস (৩৬) কে গ্রেফতার করে এবং তার কাছ থেকে .22 বোরের 01 (এক) টি পিস্তল ও 02 (দুই) রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার পূর্বক জব্দ করে। তার বিরুদ্ধে চকবাজার মডেল থানার মামলা রুজু হয়।
ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply