নিউজ ডেস্ক: গত ২৫ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার আপনার প্রকাশিত দৈনিক ঘোষনা পত্রিকায় “জোর যার মুল্লুক তার ” এমপি খসরু চৌধুরীর নাম ভাঙ্গিয়ে উত্তরা- তুরাগে চলছে চাঁদাবাজির মহোৎসব” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যেটি একটি পক্ষ নিজেরাই ভুয়া তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। এতে আমরা সামাজিক, মানষিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। সংবাদে উল্লিখিত যে ছবিটি দেখানো হয়েছে রুবেল হোসেনের গ্রেফতারের তা চাঁদাবাজির কোন ঘটনা নয় বরং সন্দেহজনক তাকে তার ব্যবসায়ীক বিষয়ে আটক করা হয় যা ছিল সম্পূর্ণ একটি ভুল বুঝাবুঝির বিষয়। মূলত এই ছবিকে পুঁজি করেই একটি মহল উল্লেখিত বেশ কয়েকজনকে রাজনৈতিক মতাদর্শক ভিন্ন থাকায় অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের মাধমে সামাজিক ও মানুষিক ভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমাদের ক্ষতি করে চলছে। প্রতিবেদনে উল্লেখিত ঢাকা ১৮ আসনের সাংসদ মো. খসরু চৌধুরীর নাম ভাঙিয়ে যাদের চাঁদাবাজির কথা উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে মোঃ রুবেল হোসেন মূলত দীর্ঘদিন যাবত স্ক্রাব ব্যবসার সাথে জড়িত। কায়েসের রয়েছে নিজস্ব বায়িং হাউজ। সুজন তার নিজের মামার বায়িং হাউজে ৪ বছর যাবৎ এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে কর্মরত। কাইয়ুম বুলেটের পুরাতন গাড়ি বেচাকেনা সহ নিজস্ব কার ওয়ার্কশপ রয়েছে এবং নাদিমের রয়েছে বিশাল কার ওয়ার্কশপ। এছাড়াও প্রতিবেদক কারো সাথে ফোনে বা কোন ভাবে যোগাযোগ না করে শুধুমাত্র একপক্ষের কথা শুনে নিউজটি করেছে। সে হয়তো সম্পূর্ণ ঘটনা না যেনে স্বার্থন্বেষী কোন একটি মহলের প্ররোচনায় তাদের কথা বিশ্বাস করে নিউজটি করেছে। এখানে প্রতিবেদকও প্রতারণার শিকার এমনটাই মনে করছি আমরা। তবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা ঠিক হয়নি। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Leave a Reply