সফিক ইসলাম শাজাহানপুর উপজেলার প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম ।
বুধবার (২৪ এপ্রিল ) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ ‘পরিচিত ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহাবুবুর রহমান ভুইয়া সঞ্চালনায় এতে অংশ নেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান,শাহাদত হোসেন, সহ সভাপতি আরিফুর রহমান মিঠু, ডা: শাহীন আলম,সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান তারা, জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মুঞ্জুরুল ইসলাম রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক গোলাম আজম শামীম,নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, শ্রী চন্দন, সানোয়ার হোসেন, সাংবাদিক মেজবাউল আলম, আব্দুল ওহাব, জাকারিয়া,সরকার মুক্তা,শাহ আলম, শাহীন আলম,নাজিরুল, খাজা রতন,মোস্তাকীম হোসাইন, রঞ্জু মিয়া,খাজা রতন, মিজু আহম্মেদ,,মাইনুল ইসলাম, এস এ সবুজ, তৌফিক ইলাহী প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী।শাজাহানপুর উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি শাজাহানপুর উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
মুহসিয়া তাবাসসুম ময়মনসিংহের জেলার কৃতি সন্তান।তিনি ২০১৭ সালে বিসিএস ৩৫তম ব্যাচের প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার,দিনাজপুরের বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন।পরে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জে সফলতার সঙ্গে দ্বায়িত্ব পালন করেন।
Leave a Reply