নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর সায়দাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রেজাউল করিম চৌধুরী (আরকে চৌধুরী) কলেজ এর পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী বিশিষ্ট শিক্ষানুরাগী, এ্যাড. শাহিদা রহমান রিংকু।
এ্যাড. শাহিদা রহমান রিংকু আরকে চৌধুরী কলেজের গভর্নিং বডি’র বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হওয়ায় তাকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাকে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ), এস আর ক্রিড়া চক্রসহ বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
এ্যাড. শাহিদা রহমান রিংকু বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে আমার দায়িত্ব আরো বেড়ে গেলে। আমি চেষ্টা করবো আর কে চৌধুরী কলেজের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করতে। আমার সবচেয়ে আনন্দের বিষয় হলো যে, আমি রেজাউল করিম চৌধুরী (আরকে চৌধুরী) কলেজ থেকে ডিগ্রী পাশ করেছি। আর আমার স্মৃতিবিজড়িত এই প্রিয় কলেজই গভর্নিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছি। এটা বড়ই ভাগ্যের বিষয় বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিক ভাবে পালন করতে পারি এজন্য সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
প্রকাশ থাকে যে, তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, এস. আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী, এস. আর এন্টারপ্রাইজের কর্ণধার, এস. আর ক্রীড়া সংঘ এর সভাপতি। এছাড়াও তিনি দেশের ঐতিহ্যবাহী তৃণমূল সাংবাদিকদের সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য।
Leave a Reply