রবীন্দ্রনাথ সরকার রিপন, রংপুর (গংগাচড়া)প্রতিনিধিঃ
রংপুর গংগাচড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮.৩০ মিনিটে বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশকে সমৃদ্ধ করে গড়ে তোলার প্রার্থনা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয় ঈদের জামাতের নামাজ তার মোনাজাত, মহান আল্লাহর দরবারে দু‘হাত তুলে দোয়া করেন ছোট বড় সব বয়সি মুসল্লি।
মোনাজাত করান গংগাচড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম মাওলানা ওহাব।
মোনাজাতে দেশবাসীর কল্যাণ ও সুস্থতা কামনা করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করা হয়। এ সময় ইমাম মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি, মৃত সকলের মাগফিরাত, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহে মাগফিরাত কামনা করেন।গংগাচড়া কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদুল ফিতরের নামাজে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন , গংগাচড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু আরো উপস্থিত ছিলেন স্টেড ফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা ও পরিচালক কেএম রিদওয়ানুল বারী জিয়ন,ধর্ম প্রাণ মুসল্লীদের সাথে কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ।
রংপুরে গংগাচড়া উপজেলা বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা । ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তারা।
Leave a Reply