শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মো: আতিকুর রহমানের ১১ই এপ্রিল জন্মদিন উপলক্ষে উনার নিজ এলাকার শ্রমজীবী, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভালো কিছু করার উদ্দেশ্যে নিজ নামে ব্যক্তিগত একটি ফাউন্ডেশনের যাত্রা শুরু করেন। ১০ এপ্রিল ৩০ রামাদ্বান ভানুগাছ বাজারে ফাউন্ডেশন এর অস্থায়ী কার্যালয়ে আতিক ফাউন্ডেশন এর উদ্বোধন উপলক্ষে প্রথম প্রজেক্ট হিসেবে ক্ষুদ্র পরিসরে ঈদ উপহার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আতিক ফাউন্ডেশন এর সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক জনাব মো: আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনাব মো: আনোয়ার হোসেন, ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সারওয়ার হোসেন আবুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সকল কাজে নিবিড় ভাবে সম্পৃক্ত মো: ফেরদৌস মিয়া, রুজেল আহমদ, রিফাতুর রহমান রিমন, শাহরিয়ার হোসেন মাহী প্রমুখ।
যুক্তরাজ্য প্রবাসী মো: আতিকুর রহমানের সাথে যোগাযোগ হলে তিনি জানান, এই ফাউন্ডেশন এর মাধ্যমে প্রথমে উনার নিজ এলাকা কুমড়াকাপন এর কর্মজীবী অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটু হলেও উপকার করার জন্য কাজ করে যাবেন। তিনি বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে মানুষের কল্যাণে সাধ্যনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন আমার সকল কাজ মানুষের জন্য দান হিসেবে নয় বরং সহযোগিতা ও উপহার হিসেবে বিবেচিত হবে।তিনি আরো বলেন ছোট ভেলা থেকেই আমার এই সব বিষয়ে আগ্রহ একটু বেশি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি সামান্য কিছু করতে পারলে অনেক প্রশান্তি পাই ,বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ব্যক্তিগত ও বিভিন্ন ভালো কাজের উদ্যোগ গ্রহন করে তা বাস্তবায়ন করে আসছি
তিনি বলেন আমার বিভিন্ন উদ্যোগ ও প্রচারের মাধ্যমে একজন মানুষের যদি উপকার হয় এবং এই কাজ গুলো দেখে অন্য কোন ভাই যদি উৎসাহিত হয়ে আরো কয়েকজন মানুষের জন্য ভালো কিছু করেন তাতেই তিনি খুশি ও সফল।
তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন আজীবন যেন মানবতার কল্যাণে কাজ করতে পারেন। এটাই তার লক্ষ্য উদ্দেশ্য। তিনি বলেন মানুষ মানুষের জন্য তাই মানবতাকে যেন আমরা সবাই অন্তরে লালন করি।
Leave a Reply