রবীন্দ্রনাথ সরকার রিপনঃ রংপুর (গংগাচড়া) প্রতিনিধিঃ রংপুরের গংগাচড়া উপজেলার যুব সমাজের উজ্জ্বল নক্ষত্র, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রিদওয়ানুল বারী জিয়ন আজ বুধবার গংগাচড়া উপজেলা টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ১৫০০ পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন। প্রতিবন্ধী, দুস্থ গরীব অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে তিনি কাজ করে যাচ্ছেন। উপহার নিয়ে এক মা কান্নায় ভেঙে পড়েন এবং বলেন মোর দোয়া রইলো জিয়নের উপর, আমাদের দেখার মতো কেউ নেই। এই রমজান মাসে রোজার সময় দেখার মতো কেউ ছিলোনা, কিভাবে ঈদ করব, কোথায় টাকা পাবো, এমন কি খাওয়ার মতো তেমন কিছু বাড়িতে ছিলো না৷ আজকের এই চাল সেমাই এসব নিয়ে কাল ঈদ করব।
এ সময় ঈদ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজসেবক ও বিশিষ্ট জনসহ স্টেড ফাস্ট কুড়িয়ার এর বিভিন্ন সেক্টরে কর্মরত কর্মীরা। স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস এর প্রতিষ্ঠাতা পরিচালক রিদওয়ানুল বারী জিয়ন বলেন, আমরা প্রতিটি গরীব অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে চাই। আপনাদের দোয়া থাকলে আগামীতে আরও বড় পরিসরে এ উপহার বিতরণ করব। গংগাচড়ায় বেকারত্ব দূর করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। য গংগাচড়া উপজেলায় ৫০০০ এর বেশি লোককে আমি আমার প্রতিষ্ঠানে চাকরি দিয়েছি। গংগাচড়ার বাইরেও ৬০০০ এর বেশি লোক স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কাজ করছে। নিয়োগ চলমান তাই গংগাচড়া উপজেলা আগামীতে মাদকমুক্ত ও বেকারমুক্ত সমাজ তৈরী করব ইনশাআল্লাহ।
Leave a Reply