নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষ পোষাক শিল্প প্রতিষ্ঠান শাহানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড, মিজানুর রহমান অপু দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ শুভেচ্ছায় তিনি বলেন, ঈদ হোক সকলের সমমর্যাদার উৎসব। ছোট বড় সকলেই ঈদের আনন্দ ভাগাভাগি করে জীবনকে নতুন করে সাজানোর প্রত্যয় নিয়ে আগামী পথ চলার শপথ করি। ঈদ উপলক্ষে আমরা ভুলে যাই ছোট বড় ভেদাভেদ। হিংসা, বিদ্বেশ আর আত্ব- অহমিকাকে পিছনে ফেলে আমরা হই মানবিকতার সাহসী সৈনিক। ঈদ মুবারক।
প্রকাশ থাকে যে মোঃ মিজানুর রহমান অপু বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের প্রয়াত আঃ রহমান মাস্টারের সুযোগ্য সন্তান। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন পোশাক শিল্প ব্যবসায়ী। ব্যক্তিজীবনে একজন মানবিক মানুষ ও দানবীর হিসেবে সর্বমহলে প্রশংসীত হয়েছেন।
Leave a Reply