মোঃ শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম শহরে বসবাসরত সম্মানিত বাসিন্দারা অনেকে বাসা-বাড়ি তালাবদ্ধ করে গ্রামের বাড়িতে যাবেন। এ সকল বাসা-বাড়ির নিরাপত্তার জন্য সম্মানিত নগরবাসীকে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
নিরাপত্তামূলক ব্যবস্থাসমূহ-
*বাসা-বাড়ির দরজায় অধিক নিরাপত্তা সম্পন্ন অতিরিক্ত লক বা তালার ব্যবহার করা;
*নগদ টাকা বা স্বর্ণালংকার ফাঁকা বাসায় রেখে না যাওয়া;
*প্রতিরোধমূলক ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, যেমন- সিসিটিভি ক্যামেরা, এলার্ম সিস্টেম ইত্যাদি;
*আবাসিক এলাকায় রাতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা,৫. নতুন নিয়োগকৃত নিরাপত্তাকর্মীদের এনআইডি কার্ড ও ছবি সংরক্ষণ করা;
*সন্দেহজনক কোনো ব্যক্তি ঘোরাফেরা করলে তাৎক্ষণিক স্থানীয় থানাকে অবহিত করা;
*আইনশৃঙ্খলা অবনতি সংক্রান্ত কোন ঘটনা ঘটলে দ্রুত ৯৯৯ এ অবহিত করা।
এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভল্টের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নিম্নলিখিত ব্যবস্থাদি গ্রহণেরর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো:
* ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা।
*ব্যাংকের নিজস্ব নিরাপত্তাকর্মীরা যাতে সতর্কতার সাথে দায়িত্ব পালন করে সে বিষয়টি তদারক করা।
*নিরাপত্তা ব্যবস্থা মনিটরিংয়ের জন্য স্ব স্ব প্রতিষ্ঠানে কর্মরত একজন অফিসারকে পালাক্রমে নিযুক্ত করা।
*ব্যাংকের ভল্টের চারপাশে সিসি টিভি ক্যামেরার কাভারেজ নিশ্চিত করা এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে তা নিকটস্থ পুলিশকে অবহিত করা।
*ব্যাংকের সিসি টিভি ক্যামেরাগুলো ভালোভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা। প্রয়োজনে নিকটতম থানা পুলিশের সহায়তা গ্রহণ করা।
আপনার ঈদ উদযাপন আনন্দময় হোক।
Leave a Reply