নাহিদা আক্তার পপি বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হতদরিদ্র ১৫০২ জন কার্ডধারীদের মাঝে সরকারের দেওয়া ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরনে অনিয়ম ও চুরির অভিযোগ পাওয়া গেছে ।ইউপি চেয়ারম্যান মো.পারভেজ হোসেন চৌধুরী ও তার পরিষদের সদস্যদের বিরুদ্ধে শতাধিক হতদরিদ্র কার্ডধারীদের ভিজিএফের চাল না দিয়ে পরিষদ থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে।আর বিতরণকৃত চাল ১০ কেজির জায়গায় দেওয়া হয়েছে ৫ কেজি কম!
বিতরণের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থলে বিতরণের স্থলে উপস্থিত না থাকার অভিযোগও পাওয়া গেছে।
এ নিয়ে স্থানীয় জনগণ ও চাল নিতে আসা প্রার্থীরা ইউনিউন পরিষদের সামনে বিক্ষোভ করেন।
ইউনিয়ন পরিষদের সূত্র বলছে কার্ড না থাকা শতাধিক অসহায়কে চাল দেওয়ায় ফুরিয়ে গেছে চাল। যারা চাল পায়নি নাম লিখে রাখা হয়েছে পরবর্তীতে দেওয়া হবে।
যদিও নিয়ম অনুযায়ী ভিজিএফ কার্ডের মাস্টার রোল তৈরি না করে নিজেদের তৈরি মনগড়া কাগজে নাম লিখে চাল বিতরণ করার সুযোগ নেই।
শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিন সুরমা গ্রামের বিধবা আলেয়া বেগম আক্ষেপ করে দৈনিক ঘোষণাকে বলেন, গরমের মধ্যে রোজা থেকে দুপুর ২টার দিকে কার্ড নিয়ে গেছিলাম।
মেম্বাররা কার্ড রেখে আমাকে বেড় করে দিয়েছেন। তিনি বলেন এখন আর চাল নাই। সময় মতো না আসলে চাল থাকে।
ইউনিয়নের বাঘবাড়ির দিনমজুর নাছির দৈনিক ঘোষণাকে বলেন, কাজ শেষ করে ২টার দিকে চাল আনতে গেছিলাম। আমার সঙ্গে আরও ২ জন ছিল। চাল আর না বলে আমাদের কার্ড রেখে চলে যেতে বলেছেন।
এ ব্যাপারে মাধবপুরের ইউএনও একেএম ফয়সালকে একাধিকবার ফোন দেয়া হলেও ফোন রিসিভ হয়নি ও তিনি ঘটনাস্থলে আসেন নি।
Leave a Reply