শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে মৌলভীবাজারে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেয়েছেন ৪৮ তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে জেলা পুলিশ লাইনসে তাদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন পুলিশ সুপার মো. মনজুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়সহ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন দায়িত্বে থাকা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, কনস্টেবল পদে মৌলভীবাজার জেলা থেকে অনলাইনে ১৭২২ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৩৭০ জন প্রার্থী গত ২৮ মার্চ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ জন প্রার্থী বৃহস্পতিবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রাথমিকভাবে ৪৮ জন নির্বাচিত হন। এর মধ্যে পুলিশ পোষ্য কোটায় ১, মুক্তিযোদ্ধা কোটায় ৪, উপজাতি কোটায় ২, নারী সাধারণ কোটায় ৫ ও পুরুষ সাধারণ কোটায় ৩৬ জন। এ ছাড়া ৭ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি। শুধু সরকারি ফি ১২০ টাকা ছাড়া আর কোনো টাকা-পয়সা কাউকে কোথাও খরচ করতে হয়নি বলে জানান তিনি।
Leave a Reply