নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুলাদী উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু গত ৩০ মার্চ মিরপুর গ্রান্ড প্রিন্স হোটেলে ঢাকায় বসবাসকারী মুলাদীর বিশিষ্টজনদের সাথে মুলাদীর উন্নয়ন- সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ও প্রিমিয়ার ব্যাংক লিঃ এর ডিএমডি( অবঃ) মোঃ আব্দুস সালাম।
সম্মানিত অতিথি ছিলেন শান্ত – মারিয়াম ইউনিভার্সিটির ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড, শাহ- ই আলম, কর্নেল ( অবঃ) ডাঃ আব্দুল খালেক, বিশিষ্ট শিক্ষানুরাগী শরীফ ছিদ্দিকুর রহমান, মুলাদী উপজেলা আঃ লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজম খান, চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুলাদী উপজেলা আঃ লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহসীন উদ্দিন খান, মুলাদী উপজেলা আঃ লীগের সহ- সভাপতি মোঃ নাসির উদ্দিন বেপারী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও মুলাদী কলেজের সাবেক জি এস মোঃ বাবুল আকতার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এম এ আজিজ, আইসিবির সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও মুলাদী উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এম ডি আলাউদ্দিন, তরুণ ব্যবসায়ী মোঃ জাহিদ হোসেন শিপন, ঢাকা মহানগর (দক্ষিন) জাতীয় শ্রমিক লীগকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মুলাদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মুক্তি মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন মতবিনিময় সভা আয়োজক কমিটির সদস্য সচিব মোজাম্মেল হোসেন শরীফ।
বক্তারা উন্নয়ন ধারাবাহিকতার জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে নির্বাচিত করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply