1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রভাষকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বীরমুক্তিযোদ্ধা কে রাজাকার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মানবসদৃশ এআই প্রযুক্তি: কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে বদলে দিচ্ছে আমাদের জীবন ক্ষুদ্রঋণভিত্তিক সামাজিক ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার পাগলায় ব্যবসায়ীকে গুলি, তুহিন গ্রেফতার বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায়,সুমন সিপাই নামে ১জন নিখোঁজ ‌দৌলতপুরে সামা‌জিক সভায় ৩১ দফা নি‌য়ে আলোচনা ও লিপ‌লেট বিতরণ পাটুরিয়ায় কোস্ট গার্ডের অভিযান: তিনটি অবৈধ ড্রেজার জব্দ, আটক ১৮ গোমস্তাপুরে বজ্রপাতে কৃষক নিহত, ইউএনওর আর্থিক সহায়তা প্রদান দিনাজপুরের বিরামপুরে আলোচিত মুক্তিযোদ্ধা কামাল হোসেনের বিরুদ্ধে এলাকাবাসিকে হেনস্থা ও হয়রানির অভিযোগ পলাশে ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দিনমজুর খুন, অভিযুক্ত গ্রেপ্তার কয়রায় নদী চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন

প্রভাষকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বীরমুক্তিযোদ্ধা কে রাজাকার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

👤 নিজস্ব প্রতিবেদক
🗓️ ১৮ মে, ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ণ    / ১৫৭ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক 

আজ সোমবার সকাল ১১ ঘটিকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (সাগর -রুনি মিলনায়তনে)” প্রভাষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও একজন বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বলায় বাবু মির্জা ও তার ভাতিজা স্বপন মির্জা ওরফে ভুট্টু মির্জার শাস্তির দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বাবু মির্জা ও তার ভাতিজা স্বপন মির্জার বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার খামারগ্রাম ডিগ্রী কলেজের প্রভাষক রাশেদ উদ্দিন ভূইয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডাকাতি ও অস্ত্র মামলায় জেল খাটা আসামি স্বপন মির্জা ওরফে ভুট্টু মির্জা ও তার চাচা বাবু মির্জা সাংবাদিকতার নামে বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের কাছে চাদা দাবী সহ পুলিশের সহযোগিতায় বিভিন্ন হয়নিমূলক কাজ করে থাকে।’

‘বাবু মির্জা ও স্বপন মির্জার অপকর্মের প্রতিবাদে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবীর মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেও কোন উপকার পায়নি এবং কথিত সাংবাদিক স্বপন মির্জার বাবা জুয়াড়ী মতিন মির্জাকে ১৯৭৭ সালে ডাকাতি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে পরবর্তীতে পুলিশ তার কাছ থেকে একটি স্টেনগান উদ্ধার করে।’

স্বপন মির্জা ওরফে ভুট্রূ মির্জার চাচা বাবু মির্জা থানা কৃষক দলের সহ-সভাপতি হওয়ায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুল হকের ছেলে আশরাফুল ইসলাম কে রাজাকারের ছেলে বলে গালমন্দ করে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,  দীর্ঘ দিন ধরে এনায়েতপুর থানা এলাকার চিহ্নিত জুয়াড়ি ও মাদক কারবারি মির্জা পরিবার। এই পরিবারের ছোট থেকে বড় সবাই জুয়া ও মাদক কারবারির সাথে জড়িত।

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের ছেলে আশরাফুল ইসলাম জানায়, দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পরে ও দেশের বীর মুক্তিযোদ্ধা কে অসম্মান ও রাজাকার বলে গালি দেওয়া পক্ষান্তরে বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করার শামিল। তারা সংবাদ সম্মেলনে বিষয়গুলো তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বলে গালি দেওয়ার দৃষ্টান্ত শাস্তি কামনা করেন।

সম্মেলনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বলে অপবাদ দিবে এটা কখনোই মেনে নেয়া যায় না,আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অপর এক বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহজাহান আলী মিয়া বলেন, আমাদের একজন মুক্তিযোদ্ধাকে বাবু মির্জা ও স্বপন মির্জা রাজাকার বলে অপবাদ দিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এদের শাস্তি কামনা করছি।

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আজগর আলী বিএসসি; এনায়েতপুর থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান-জনাব রাশেদুল ইসলাম সিরাজ; শাহজাদপুর বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ, সাবেক ইউপি চেয়ারম্যান- বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ; খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, সাবেক চেয়ারম্যান-জনাব শাজাহান আলী মিয়া; এনায়েতপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ্ব এবিএম শামীম; সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-জনাব আমিনুল ইসলাম আল আমিন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফজলু ব্যাপারী, এনায়েতপুর থানা যুবলীগের সভাপতি মো:মন্নাফ মেম্বার ও সাধারন সম্পাদক আলমাস আলী প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com