খুলনা ব্যুরোচীফঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক পবিত্র মাহে রমজানে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করছি৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন৷ আওয়ামী লীগ সরকার সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে, আগামীতে ও থাকবে৷ সাধারণ মানুষ যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এ জন্য ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে৷ তিনি আরো বলেন, আমার রাজনীতি মানুষের জন্য। তাই মানুষের জন্য সব সময় কিছু করার চেষ্টা করি এবং মানুষের পাশে থাকি। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
গতকাল রবিবার ( ৩১মার্চ ) সকাল ১১টায় রূপসার আইচগাতি ইউনিয়নের ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে জুম কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা একথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইমদাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা:শ্যামল কুমার দাস, আওয়ামীলীগ নেতা সরদার আবুল কাশেম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইলিয়াজ মল্লিক, মনিরুজ্জামান পিলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিয়া আরমান হোসেন, ইউপি সদস্য মনিরুল ইসলাম, চয়নিকা খান, উপজেলা যুবলীগের সদস্য সামসুল আলম বাবু, স্বেচ্ছাসেবক নেতা মোঃ মঈন উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ খান রাসেল, আকাশ ঢালীসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় আইচগাতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিঠুর আয়োজনে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
Leave a Reply