নিজস্ব প্রতিবেদকঃ ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন( এফবিজেও) এর সাবেক চেয়ারম্যান ও সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুঁইয়ার আয়োজনে ও তার সভাপতিত্বে এফবিজেওর সাবেক অর্থ সচিব প্রয়াত মোঃ আব্দুল বাতেন সরকারের স্বরন সভা মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল ঢাকার মাতুয়াইল হিউম্যানিস্ট মিলনায়তনে শুক্রবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।
এ সময় বাতেন সরকারের কর্মময় জীবনের উপর আলোচনায় অংশ গ্রহণ করেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যান ও এফবিজেওর প্রতিষ্ঠাতা সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম, ডেমরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও এফবিজেওর আহবায়ক মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এফবিজেওর সাবেক মহাসচিব মোঃ শামছুল আলম, আরজেএফ হাজী আব্দুল লতিফ ভুইঁয়া বিশ্ববিদ্যালয় কলেজের দাতা সদস্য এস এম আবু তাহের মিয়াজী, জুঁইফুল ডেভেলপারস লিঃ এর চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ, মানবাধিকার সংগঠক মোঃ আবু সাঈদ, আরজেএফ এর অর্থসচিব মোঃ ফারুকুল ইসলাম, মাস্টার মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে আব্দুল বাতেন সরকারের বিদেহী আত্বার মাখফিরাত কামনা করা হয়।
স্বরন সভায় বক্তারা বলেন, আব্দুল বাতেন সরকার ছিলেন একজন সাদামনের মানুষ, নির্ভিক কলম সৈনিক ও স্বচ্ছ সাংবাদিক সংগঠক।
Leave a Reply