নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন এর আলোচনা সভা ইফতার দোয়া মাহফিল ১৬ই মার্চ শনিবার ১৪ পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মহসীন আহমেদ স্বপন এর সভাপতিত্বে ও মহাসচিব এম আর এ সুজন মাহমুদ এর সঞ্চালনায় ইফতার দোয়া মাহফিলে অংশগ্রহণ গ্রহণ করে বক্তব্য রাখেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জাহিরুল ইসলাম। তিনি বলেন সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন সুন্দর একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং তারা নির্যাতিত সাংবাদিকদের কল্যাণে কাজ করে। দেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে আমি আশাবাদী এ সংগঠন নির্যাতিত সাংবাদিকদের পাশে থেকে যথাযথ ভূমিকা পালন করবে। আমি এ সংগঠনের সফলতা কামনা করছি। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক মুক্তখবরের প্রকাশক ও সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন এর অর্থ উপদেষ্টা লায়ন মনোয়ারা বেগম, সাংবাদিক এম এ গনি, মাসুদ রানা, মো. মামুন মুন্সী, মো. নেয়ামত হোসেন, মো. রাসেল মিয়া, মোহাম্মদ বাবুল হোসেন, সাইফুল ইসলাম হৃদয়, মো. কামরুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা ছিলেন সংগঠনের অর্থ উপদেষ্টা লায়ন মনোয়ারা বেগম।
Leave a Reply