বিনোদন ডেস্ক
প্রায় দুই শতাধিক নাটক পরিচালনার পর এবার চলচ্চিত্র পরিচালনায় আবু হায়াত মাহমুদ। ১২ বছর ধরে তিনি নাটক নির্মাণের সঙ্গে জড়িত। তার প্রথম সিনেমার নাম ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’, যার ট্যাগ লাইন হচ্ছে ‘আমি কালা’। আন্ডারওয়ার্ল্ডের গল্পে সিনেমাটির চিত্রনাট্যে করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
এর প্রধান দুটি চরিত্রে ঢাকা ও পশ্চিমবঙ্গের দুজন থাকবেন। অন্যান্য চরিত্রগুলো করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, সঙ্গীতশিল্পী প্রীতম আহমেদ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সিনেমাটির ঘোষণা দিয়েছেন আবু হায়াত মাহমুদ। আসছে মে মাসে এর নির্মাণ কাজ শুরু হবে।
এ প্রসঙ্গে আবু হায়াত মাহমুদ বলেন, ছোট পর্দায় সবসময় ভালো গল্প নির্মাণের চেষ্টা করেছি। করোনার অস্থিরতার পর সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমরা চিন্তায় পরে গিয়েছিলাম। ওটিটি সিনেমার জায়গা দখল করে নেয়। সেই জায়গা থেকে ফিরে দর্শক প্রেক্ষাগৃহে ফিরেছে। নিজের মধ্যে সিনেমা নির্মাণের লোভ হয়েছে। আর আমার ধ্যান-জ্ঞান সিনেমা ঘিরেই। গল্পটা সঠিকভাবে বলা এবং প্রেজেন্টেশন দিতে পারলে আমার বিশ্বাস মানুষ পছন্দ করবে।
তিনি আরো বলেন, অল্প সময়ে ২৫০টি ফিকশন নির্মাণ করেছি। চলচ্চিত্র বড় একটি শিল্প মাধ্যম। প্রস্তুতি নিয়েই বড় পর্দার জন্য নির্মাণে নেমেছি। নিজেও দর্শকের জায়গা থেকে চিন্তা করেছি কিভাবে তাদেরকে প্রেক্ষাগৃহ মুখি করা যায়। ভালো কিছু নির্মাণের মধ্যে দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করতে চাই। তাদের হতাশ করতে চাই না।
Leave a Reply