গোপনে সংসার করছেন তানিয়া বৃষ্টি-আরশ খান!
বিনোদন প্রতিবেদক
এ সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয় শিল্পী তানিয়া বৃষ্টি ও আরশ খান। নিয়মিত কাজ করছেন তারা। এই জুটির পর্দার প্রেম একসময় রূপ নেয় বাস্তবে। একের পর এক জুটি হয়ে কাজ করায় তারা বেশ কয়েকবার প্রেমের খবরে আলোচনায় আসেন। ২০২২ সাল থেকে চর্চায় এই জুটি। সে সময় জানা যায় তারা একসঙ্গেই থাকছেন রাজধানীর মহানগর প্রজেক্টে।
একসঙ্গে রাতের আঁধারে বিভিন্ন জায়গায় তাদের দেখা গেছে। তবে প্রেমের সম্পর্ক এড়িয়ে গিয়েছেন তারা। মাঝে হঠাৎ করেই তাদের সম্পর্কে ফাটল ধরে। দূরত্ব বেড়েছিল দুজনার। জুটি বেঁধে কাজ করাও বন্ধ করে দেন। দীর্ঘ সময় ছিল দুজনের মুখ দেখাদেখি বন্ধ। এই জুটি দর্শকপ্রিয় পাওয়া সত্ত্বেও ভেঙে যায়। সবাই ভুলতে থাকেন বৃষ্টি-আরশের সম্পর্কের কথা।
তবে দূরত্ব ঘুচিয়ে গত বছরের মাঝামাঝি আবারও একসঙ্গে কাজ শুরু করেন আরশ-তানিয়া। হঠাৎ করেই ফের আলোচনায় তারা। মাঝে কিছু দিন আলোচনার টেবিল থেকে দূরেই ছিল তাদের প্রেম চর্চা। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালল তানিয়া বৃষ্টির একটি ফেসবুক পোস্ট।
২ ফেব্রুয়ারি ছিল আরশ খানের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে তানিয়া লেখেন, তুমি জানো তুমি আমার সব। পার্টনার, বেস্ট ফ্রেন্ড, ঝগড়া, মারামারি করার জায়গা, শেয়ারিং কেয়ারিং পার্টনার, ভাই-ব্রাদার সবকিছু। শুভ জন্মদিন আমার একমাত্র..আই লাভ ইউ।
সেই পোস্টে আরশের মেজাজ খারাপ করে দেয়ার জন্য ক্ষমাও চান বৃষ্টি। মন্তব্যের ঘরে আরশ জানান—তানিয়াকে ক্ষমা করে দিয়েছেন তিনি। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ভাবি বলে সম্বোধন করেন। তানিয়াও তাতে সাড়া দিয়েছেন। এমন পোস্ট দেখে নেটিজেনরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে, সন্তানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে কক্সবাজার সমুদ্র সৈকতের আনন্দঘন মুহূর্তের দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নীলা ইসলাম। একটি ছবিতে নীলা, আরশ, তার বোন ও তানিয়া বৃষ্টিকে দেখা যায়। ছবি ছাড়ার কিছুক্ষণ পর বৃষ্টির সঙ্গের ছবিটা সরিয়ে নেওয়া হয়। নীলা এবং তানিয়া বৃষ্টির স্ট্যাটাসে তাদের সম্পর্কে নতুন করে সিলমোহর দিয়েছে।
সূত্রের খরব, অনেক আগেই বিয়ে করেছেন তানিয়া বৃষ্টি ও আরশ খান! বর্তমানে তারা এক ছাদের নিচেই থাকছেন। নাটকপাড়ায় তাদের প্রেম-বিয়ের খবর ওপেন সিক্রেট। বরাবরের মতো প্রেম-বিয়ে ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন আরশ-তানিয়া। বিভিন্ন সময় সংবাদমাধ্যমে তারা দাবি করেন এটা সত্য নয়। তারা ভালো বন্ধু। এর বেশি কিছু নয়।
Leave a Reply