নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন “বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট” কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, নাট্য ও চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নির্ধারিত বুথে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এসময় তার সাথে নিজ এলাকার দলীয় নেতা কর্মী ও চলচ্চিত্রাঙ্গনের শুভানুধ্যায়ীগন উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ আসন নং ৬৭, সিরাজগঞ্জ-৬ আসনে নৌকা প্রতীকের জন্য তিনি মনোনয়ন ফরম জমা দেন। এর আগে গত রবিবার উক্ত আসনের জন্য কামরুজ্জামানের পক্ষে তার প্রতিনিধি চলচ্চিত্র পরিচালক রেজা হাসমত মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ২১ নভেম্বর বেলা ১২টা অবধি সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ১১ জন। আসনটিতে নৌকা প্রতীকে মনোনয়ন আগ্রহী প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে বলে শোনা যাচ্ছে।
গত ১৮ নভেম্বর শনিবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে দলটি সংসদের ৩০০ টি আসনের বিপরীতে প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরন শুরু করেছে। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের মূল্য ৫০,০০০ টাকা। প্রথম দিনেই ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগ ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে । দ্বিতীয় দিনে আগ্রহী প্রার্থীদের মধ্যে মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। তৃতীয় দিনেও নৌকা প্রতীকের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৭৩৩টি। মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলবে। এ সময়ের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহনের দিন ধার্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। নিয়ম অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।