নিউজ ডেস্ক
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফায় অবরোধ কর্মসূচির প্রথম দিনে গতকাল রোববার রাজধানীতে আরও দু’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাসস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনে। এছাড়া গতরাতেও তারা ৭টি বাসে অগ্নিসংযোগ করে।
গতরাতে ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’র মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাসসকে এসব তথ্য জানান।
তিনি জানান, রোববার ভোর ৬ টা ৯ মিনিটে পুরান ঢাকার সূত্রাপুর মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে সূত্রাপুরে ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাসস্থলে পৌছে ৬টা ১৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।
এছাড়া গতকাল দুপুর ১ টা ১০ মিনিটে মিরপুর ১০, গোল চত্বর এলাকায় প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মিরপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাসস্থলে পৌছে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাসসকে জানান, শনিবার রাত ৮ টা থেকে রোববার সকাল ৬ টা পর্যন্ত দুর্বৃত্তরা রাজধানীর বিভিন্ন স্থানে সাতটি বাসে অগ্নিসংযোগ করে।
তিনি জানান, শনিবার রাত ৯ টা ২৭ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তায় অনাবিল পরিবহনের একটি বাসে এবং একই রাত ১২ টায় মিরপুরের রুপনগর থানার সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও ৫টি বাসে আগুন দেওয়া হয়।
Leave a Reply