বিনোদন প্রতিবেদক
ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুয়ায়রা হিমুর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা চ্যানেল আই প্রসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রনক হাসানসহ অভিনেত্রীর দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেয়।
অভিনেত্রীর সঙ্গে কারও দেনা-পাওয়া থাকলে শিল্পী সংঘের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়ে জানাজা নামাজের আগে শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘হিমু বাবা মা নেই। আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করে আমাদের তার লক্ষ্মীপুরে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে।’
এদিন শেষবারের মতো অভিনেত্রীকে দেখতে চ্যানেল আই প্রাঙ্গণে গুনী অভিনেত্রী আফসানা মিমি, নির্মাতা চয়নিকা চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, অনুভব মাহবুব, রাশেদ মামুন অপুসহ নাট্যঅঙ্গনের অনেকেই উপস্থিত হন।
শেষবারের মতো হিমুর মরদেহ দেখে আফসানা মিমি বলেন, ‘এরকম কিছু আমাদের জীবনে না ঘটুক।
চয়নিকা বলেন, ‘ও খুব প্রাণবন্ত একটি মেয়ে ছিল। কিভাবে ওর মৃত্যু হয়েছে এটা এখনও অজানা। আমাদের একটাও দাবী সুষ্ঠ তদন্ত হোক।’
চ্যানেল আইতে জানাজা শেষে হিমুর মরাদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। সেখানে অভিনেত্রীর মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।
সোহরাওয়ার্দী হাসপাতাল মময়নাতদন্তে শেষে শুক্রবার দুপুর ১২ টার দিকে চ্যানেল আই প্রাঙ্গণে আনা হয় হিমুর৷ মরদেহ।
বৃহস্পতিবার বিকালে হিমুর রহস্যজনক মৃত্যু হয়। তার পালিত ভাই মেকাপম্যান মিহির ও বন্ধু জিয়াউদ্দিন রুফি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হিমুকে মৃত ঘোষণা করে। তবে হিমুর গলার একটি দাগ পাওয়া যায়। এ কারণে এটি আত্মহত্যা নাকি হত্যা কেউই সঠিকভাবে বলতে পারছেন না।
পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন হিমু। ময়নাতদন্তের রিপোর্ট এলে রহস্য উদঘাটন হবে।
এদিকে হিমুর মৃত্যুর খবর কানে যেতেই তার মোবাইল নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান কথিত প্রেমিক জিয়াউদ্দিন রুফি। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। আটক রয়েছেন হিমুর পালিত ভাই মেকাপম্যান মিহিও।
Leave a Reply