নিউজ ডেস্ক
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির নতুন বাজার খুঁজতে যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক হংকং এন্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বা এইচএসবিসি ব্যাংক বাংলাদেশের সহায়তা নিচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ জন্য বিজিএমইএ ও এইচএসবিসি বাংলাদেশ গত ১৫ অক্টোবর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বিজিএমইএ জানিয়েছে, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল উদ্দেশ্য হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব প্রভৃতি দেশগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন বাজারের সুযোগ সৃষ্টি করা। বিজিএমইএ মনে করে এই বাজারগুলোতে এইচএসবিসির শক্তিশালী উপস্থিতি রয়েছে, যা তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে সহায়তা করবে।
এইচএসবিসি বিদেশি ক্রেতাদের সঙ্গে দেশীয় পোশাক সরবরাহকারীদের সংযোগ স্থাপনে সহায়তা করবে বলে আজ মঙ্গলবার বিজিএমইএর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান, বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ, পরিচালক নীলা হোসনে আরা ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন ও প্রতিশ্রুতিশীল বাজার অনুসন্ধান এবং একই সঙ্গে বিশ্বজুড়ে বিদ্যমান প্রতিটি সুযোগ কাজে লাগানোর জন্য তার সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন ‘বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য বাজারের বৈচিত্র্যকরণ এবং আরও জটিল পণ্য ও ভ্যালু-অ্যাডেড পণ্যে যাওয়া শিল্পের অন্যতম প্রধান কৌশল। আমরা এইচএসবিসিকে ধন্যবাদ জানাই বাজার বৈচিত্র্যকরণে আমাদের উদ্যোগকে সহায়তা করার জন্য। কারণ আমরা প্রচলিত বাজারের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছি।’
বিজিএমইএ জানিয়েছে, এইচএসবিসি বাংলাদেশ নতুন বাজারগুলোতে ক্রেতা ও সরবরাহকারীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে ব্যাংকের শক্তিশালী উপস্থিতি এবং স্বতন্ত্র অবস্থানকে পুঁজি করে বিজিএমইএর সঙ্গে যুক্ত হয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে এইচএসবিসি ও বিজিএমইএ চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ অ্যাপারেল সামিটের আয়োজন করে।
সূত্র: আজকের পত্রিকা
Leave a Reply