বিনোদন ডেস্ক
জনপ্রিয় চিত্রনায়কের ভক্ত এক তরুণী। তার ঘরজুড়ে শুধু সেই নায়কের ছবি। কোথাও নায়কের শুটিং হচ্ছে শুনলেই প্রাণপণ ছুটে যায় তাঁকে এক নজর দেখতে। এমনি এক গল্প উঠে আসবে কামরুজ্জামান রুমান পরিচালিত ‘লিপস্টিক’ সিনেমায়। গতকাল থেকে শুরু হয়েছে ‘লিপস্টিক’ নামের সিনেমার শুটিং। এখানে নিজের নামের চরিত্রেই অভিনয় করছেন জায়েদ। তার বিপরীতে নায়কের ভক্ত চরিত্রে রয়েছেন পূজা চেরি। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জায়েদ খান নিজেই।
এ বিষয়ে তিনি বলেন, সিনেমা শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার জন্য ভালো লাগার ব্যাপার। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। সে আমার পছন্দের অভিনেত্রী। ভীষণ ট্যালেন্টেড সে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আবার সে আমার ভক্ত চরিত্রে অভিনয় করছে, এটা ভালো লাগার মতো বিষয়।
‘লিপস্টিক’ নামের এই সিনেমায় আরও অভিনয় করছেন আদর আজাদ ও মিশা সওদাগর। এর আগে এই সিনেমায় আদর আজাদের বিপরীতে কলকাতার দর্শনা বণিকের কথা শোনা গিয়েছিল।
Leave a Reply