বিনোদন ডেস্ক
আর্জেন্টিনার জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপক সিলভিনা লুনা মারা গেছেন। মাত্র ৪৩ বছর বয়সে মারা গেলেন তিনি। জানা গেছে, স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়নি। প্লাস্টিক সার্জারি করানোর পর শারীরিক নানা জটিলতা তৈরি হয়েছিল লুনা’র। সেই কারণেই মারা গেছেন তিনি। ২০১১ সালে তার প্লাস্টিক সার্জারি করানো হয়। এরপর নানাবিধ সমস্যা দেখা দেয় তার। এক পর্যায়ে কিডনি নষ্ট হয়ে যায়। তার আইনজীবী ফার্নান্দো বুরনান্দো মৃত্যুর খবর প্রচার করেন।
লুনা’র আইনজীবী বলেছেন, লুনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু পরিবারের সদস্যরা তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। ফলে তার মৃত্যু নিশ্চিত করা হয়। তার এক বন্ধু ও অভিনেতা গুস্তাভো কোন্টি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন তার মৃত্যুর খবর দিয়ে। তাতে বলেছেন, আমরা সবসময় তোমাকে ভালোবাসি। আমরা সবাই এই একই পথে ধাবিত। হৃদয়ের বন্ধনে আমরা একসঙ্গে বাঁধা থাকবো। কারণ তোমাকে আমার পরিবার পছন্দ করেছিল।
জানা গেছে, লুনা অল্প বয়সে মারা যাওয়ায় সবাই হতাশ। অনেক বছর ধরে তিনি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। তখন তাকে বার বার হাসপাতালে দৌঁড়াতে হয়েছে। কসমেটিক সার্জারি করার সময় তার শরীরে যে বিষাক্ত পদার্থ প্রবেশ করেছে তার কারণে একে একে নানাবিধ অসুস্থতা তাকে গ্রাস করেছে। এই জন্য কসমেটিক সার্জারি করা ডাক্তার আনিবল লোটোকির বিরুদ্ধে মামলা হয়েছে।
জানা গেছে, শারীরিক জটিলতার কারণে তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেয়। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হতো। প্রতিটি ডায়ালাইসিসে সময় লাগতো চার ঘণ্টা। চলতি বছরের এপ্রিলে অনলিফ্যানস মডেল হিসেবে পরিচিত ক্রিস্টিনা অ্যাশটেন গোরকানি প্লাস্টিক সার্জারির পর মারা যান হার্ট অ্যাটাকে। তার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। ভারতের ব্যাঙ্গালুরুতে প্লাস্টিক সার্জারির পর মে মাসে মারা যান তরুণ টিভি অভিনেতা চেতনা রাজ।
Leave a Reply