1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষনা করেছে ডিরেক্টরস্ গিল্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চাঁপাইনবাবগঞ্জের আম যাবে চীনের বাজারে, খুশি চাষিরা নওগাঁয় ১৭১৯ কেজি সরকারি চাল জব্দ অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি- স্বরাষ্ট্র উপদেষ্টা নওগাঁয় সড়ক দূর্ঘটনায় দু’জন শিক্ষার্থী’র মৃত্যু পীরগঞ্জে রাস্তা সংস্কার কাজের ঠিকাদারী পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী পলাতক আ’লীগ নেতা! কেসিসির নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মঞ্জুর করা মামলার শুনানি ৪ মে। বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা-ভাতিজার বিরুদ্ধে মামলা, প্রাণনাশের হুমকিতে পরিবার পলাশ উপজেলা বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবেলা না করতে পেরে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। শিশুদের সাথে সব সময় ইতিবাচক আচরন করতে হবে, কেএমপি পুলিশ কমিশনার। গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষনা করেছে ডিরেক্টরস্ গিল্ড

  • আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৪১৫ দেখেছেন

বিনোদন প্রতিবেদক

সোমবার (২১আগস্ট) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডিরেক্টরস্ গিল্ড-এর সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে।

লিখিত বক্তব্যে বলা হয়, আপনারা নির্মাতাদের সবচেয়ে নিকট স্বজন ও সহযাত্রী ভাই। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, গত ১৩ আগস্ট অভিনয় শিল্পী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর সম্মানিত সদস্য নির্মাতা আদিব হাসানের অভিযোগের প্রেক্ষিতে তিন সংগঠনের সমন্বয়ে নিকেতন কার্যালয়ে অভিযোগ নিষ্পত্তি সভা অনুষ্ঠিত হয়।

উভয় পক্ষের বিস্তারিত বক্তব্য শোনার পর তিনটি সংগঠনের উপস্থিত সবার কাছেই প্রমাণিত হয় যে, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শুটিং সেটে দেরি করে যায়, পরিচালক, প্রবীণ অভিনেতা মাসুম বাশার, গীতশ্রী চৌধুরী, আরশ খান, চিত্রগ্রাহক, প্রোডাকশন ম্যানেজার, লাইট গ্রাফার, প্রোডাকশন বয় মেকআপ ম্যানসহ ঐ দিনের শুটিং ইউনিটের সবার সঙ্গে চূড়ান্ত রকম খারাপ ব্যবহার করে।

দুই দফায় পুলিশ ডেকে এনে শুটিং ইউনিটের অন্যান্য অভিনয় শিল্পীসহ টেকনিক্যাল টিমের সবাইকে হুমকি দিতে থাকে এক পর্যায়ে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক প্রবীণ অভিনেতা মাসুম বাশারকে মারার জন্য তেড়ে যায়, যা এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে মাসুম বাশারের ইন্টারভিউতে সবাই জেনেছেন।

শুটিং সেটে তাকে আটকে রাখা হয়েছে বলে পুলিশের কাছে মিথ্যাচার করে। শুধুমাত্র তার কারণেই শুটিং বন্ধ হয়ে যায় বিধায় নাটকের পরিচালক মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুধু তা-ই নয়, এ ঘটনার পর ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ ও অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিরা উপস্থিত হয়ে বিষয়টি সাংগঠনিকভাবে সমাধান করবেন বলে দায়িত্ব নেওয়ার পর অভিনেত্রী রুকাইয়া জাহান চমক যে সকল সাংগঠনিক সিদ্ধান্তগুলো অমান্য করেন, তিনদিন পরে নির্মাতার নামে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করে।

সংগঠনগুলোর অনুরোধ উপেক্ষা করে মিডিয়ার সঙ্গে একের পরে এক কথা বলে এবং অডিও বার্তা রেকর্ড করে সাংবাদিকসহ মিডিয়া সংশ্লিষ্ট বিভিন্ন মানুষকে পাঠায়, যা সংগঠনের জন্য অসম্মানজনক ও বিব্রতকর।

সব সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে অভিযোগ নিষ্পত্তিতে বসার আগের দিন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সাংবাদিক সম্মেলন করে নিজের অপরাধ ঢাকার জন্য পুরো ঘটনাটি নিয়ে মিথ্যাচার করে। এতগুলো ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে সংগঠনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে এবং মিডিয়াতে পেশাগত পরিবেশ রক্ষার স্বার্থে ডিরেক্টস গিল্ড বাংলাদেশ মনে করে অভিযুক্ত অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তার সকল অপরাধের শাস্তি স্বরূপ ন্যূনতম তিন মাসের জন্য পেশাগত কাজ থেকে দূরে রাখা হোক।

সব অভিনয় শিল্পী নির্মাতাদের আত্মার আত্মীয় পেশাগত কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন আমাদের এই সৃজনশীল মাধ্যমে নির্মাতা অভিনয় শিল্পীর পারস্পরিক শ্রদ্ধাবোধ ও প্রেমময় বোঝাপাড়া ছাড়া সৃজনশীল ভালো কাজ হওয়া কোনোভাবেই সম্ভব নয়।

সে কারণে কোনো অভিনয় শিল্পীর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সব অভিনয় শিল্পীকে সম্মান করি ভালোবাসি। ডিরক্টরস গিল্ড বাংলাদেশ অবস্থান নিতে বাধ্য হয়েছে আমাদের সম্মানজনক সৃজনশীল পেশাগত মাধ্যমে নবযুক্ত হওয়া কিছু সংখ্যক রুচিহীন অপেশাদার উশৃংখল তথাকথিত অভিনয় শিল্পীর বিরুদ্ধে।

সব সম্মানিত প্রযোজক নির্মাতাদের সৃজনশীল কাজের মূল আশ্রয় মাথার উপরের বটবৃক্ষের ছায়া। আমরা আবারও দৃঢ়ভাবে জানাচ্ছি আমাদের অবস্থান কিছু সংখ্যক হাতে গোনা যায় এমন অপেশাদার, উশৃংখল তথাকথিত অভিনয় শিল্পীদের বিরুদ্ধে। যারা নিজদের স্বার্থে আমাদের পেশাদার সৃজনশীল মাধ্যমটিকে বারবার কলুষিত করেছে। আমাদের পেশাগত মর্যাদাকে সর্বসাধারণের কাছে বারবার প্রশ্নবিদ্ধ করছে- তাদের বিরুদ্ধে।

ইতিপূর্বেও অভিযোগ প্রমাণিত, অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের অপেশাদারী আচরণের কারণে আরো অনেক নির্মাতা মানসিকভাবে বিপর্যস্ত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিনয় শিল্পী রুকাইয়া জাহান চমকের মতো কিছু সংখ্যক অপেশাদার অভিনয় শিল্পীদের দ্বারা বিভিন্ন শুটিং সেটে নির্মাতাসহ টেকনিক্যাল ইউনিটের সদস্যরা নিগৃহীত ও কখনো কখনো শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন।

যেমন প্রোডাকশন বয়ের মুখে গরম ছুড়ে মারা, মেকআপ ম্যানকে মারধর করা, সহকারী পরিচালকরা শর্টের জন্য মেকাপ রুমে ডাকতে গেলে তাদেকের ধমকি ধামকি দেয়া, লাইট ম্যানদের সাথে খারাপ আচরণ করা, ক্যামেরা ম্যানদের সাথে খারাপ আচরণ করা, গাড়ির ড্রাইভারের গায়ে হাত তোলা, এমন আরও অসংখ্য অপ্রীতিকর অশালীন ঘটনা আছে যা প্রকাশযোগ্য নয়।

একটি সৃজনশীল পেশাদারী মাধ্যমে নবাগত গুটিকয়েক অভিনয় শিল্পীর জন্য বিশৃংখল পরিস্থিতি চলমান থাকতে পারে না। একটি শুটিং ইউনিটের প্রতিটি মানুষ নির্মাতা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়। তাই প্রডাকশন বয় এর গায়ে গরম চা ছুঁড়ে মারা বা মেকাপ আর্টিস্টকে মারধর করা মানেই চূড়ান্তভাবে নির্মাতাকে অসম্মান করা। এ অবস্থা কিছুতেই চলতে পারে না আর এ অবস্থা কোনো সৃজনশীল সচেতন আত্মমর্যাদা সম্পন্ন নির্মাতা মেনে নিতে পারেন না।

আমরা ডিরেক্টর গিল্ড বাংলাদেশ-এর বর্তমান কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক অভিযোগ প্রমাণিত অভিনয় শিল্পী রুকাইয়া জাহান চমকের সাথে ডিরেক্টর গিল্ড বাংলাদেশ-এর কোনো সদস্য আগামী ১ সেপ্টম্বর ২০২৩ থেকে পরবর্তী তিন মাসের জন্য টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সকল প্রকার নির্মাণ কাজ থেকে বিরত থাকবো। চমক আগামী ৩০ আগস্ট ২০২৩-এর মধ্যে নির্মাতার আর্থিক ক্ষতি যা হয়েছে সেটা পরিশোধ করবে এবং তার থানায় করা মিথ্যা জিডি তুলে নেবে অন্যথায় আমরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com