নিউজ ডেস্ক
খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোট।
শুক্রবার বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। পরে পল্টন হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতেই হবে। আজ সমগ্র দেশ ও গোটা জাতি এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। গনতন্ত্র আজ বন্দী, কেড়ে নেওয়া হয়েছে বাক স্বাধীনতা। জনগণের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। এবার ঘুরে দাঁড়াবে। সময় থাকতে জাতির কাছে সকল অপকর্মের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করুন, নতুবা জনতার আন্দোলনে পতন হলে দেশে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
তিনি বলেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী জালিমের বন্দীশালায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুকে দেশবাসী চিকিৎসাজনিত অবহেলা বলেই ধারণা করছে। এবিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া এখন সময়ের দাবী।
আসাদুল হক অহিদুলের সঞ্চালনায় এতো আরো বক্তব্য রাখেন জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাঈনুদ্দিন মজুমদার, অন্যতম শীর্ষনেতা পীরজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, প্রিন্সিপাল মোঃ ওমর ফারুক, অ্যাডভোকেট আলম খানসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
Leave a Reply