সাহিদুর রহমান টেপা
আজ শেখ কামাল ভাইয়ের জন্মবার্ষিকী। কামাল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। আমিও সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। শেখ কামাল ভাই আমার এক বছরের সিনিয়র ছিলেন। স্মৃতিপটে ফিরে এলো এক দুর্লভ ছবি। ১৯৭৩ সাল, সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চেয়ারম্যান ডঃ নাজমুল করিম ও আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর রঙ্গলাল সেনসহ আমাদের সিনিয়র বড় ভাই আসলাম ভুইয়া, শেখ কামাল ভাই, জহির সাদেক, আমি (মোহাম্মদ সাহিদুর রহমান টেপা) আমার সহপাঠী বাচ্চু সহ আমরা আরো কয়জন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচিত প্রতিনিধি।
তখনকার সময়ে শেখ কামাল (ভাইয়ের) সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমাকে অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন। আমি তখন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিনিধিত্ব করছিলাম সমাজবিজ্ঞান বিভাগে। কামাল ভাই অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন। কামাল ভাইকে আমি যেটা দেখেছি, কোনদিন একটা সিগারেট খান নাই, এক কাপ চা খান নাই ক্যাম্পাসে। সব সময় হাসিখুশি আর খেলাধুলা নিয়ে থাকতেন। প্রতিদিন সকাল ছয়টা থেকে যত সময় পর্যন্ত বাসায় না যেতেন ততক্ষন আমরা খেলাধুলা আর বিশ্ববিদ্যালয় পড়ালেখা একসাথেই করতাম।
বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান ছিলেন শেখ কামাল। আমি যেটা দেখেছি তিনি দুইটা প্যান্ট দুইটা শার্ট ২ জোড়া বাটার স্যান্ডেল ব্যবহার করতেন। একটা গাড়ি- ঢাকা গ (এক) ১ চালাতেন তিনি। এই গাড়িটা পুরান ঢাকার (শহরের) এক লোক কামাল ভাইকে চালাতে দিয়েছিলেন। আমি কামাল ভাইকে এতল কাছে থেকে দেখেছি যেটা বললে অনেকেই বিশ্বাস করতে পারবে না। তিনি এমন একজন মানুষ যে ছিলেন জাতির জনকের সন্তান কিন্তু তার মধ্যে কোন অহংকার ছিলোনা।
অনেকে অনেক কথা বলেন। তবে আমি এই মর্মে বলতে চাই- আগামীতে বাংলাদেশে এমন আর একজন শেখ কামালের জন্ম হবে কিনা আমার সন্দেহ আছে। আমি আমার আজকে সহধর্মিনীর সহপাঠী ছিলাম। আমার নাম টেপা এবং আমার সহপাঠী (স্ত্রী) নাজনীন সুলতানা লাকি। কামাল ভাই আমাদের দুইজনকে ডাকতো টেপাটেপি বলে। সেসময় ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত সবাই আমাদের দুইজনকে টেপাটেপি হিসেবেই ডাকত।
কামাল ভাই ওপারে ভালো থাকুন। আল্লাহ কামাল ভাইকে বেহেস্ত নসিব করুন, আমিন।
স্মৃতিচারণ
মো: সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব, জাতীয় পার্টি, সভাপতি, জাতীয় কৃষক পার্টি। সম্পাদক ও প্রকাশক, দৈনিক ঘোষণা, Monthly True Tone.
Leave a Reply