বিনোদন প্রতিবেদক
গত ৭ জুলাই উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম সপ্তাহ পর আয়ের দিক দিয়ে বাংলাদেশের ছবিগুলোর মাঝে ‘হাওয়া’র পরের আসন দখল করেছে এবারের ঈদের প্রবল আলোচিত বাংলাদেশী ছবি ‘প্রিয়তমা’। তিন দিনের আয়ে এই অবস্থান ছিলো চতুর্থ। এবার দুই সপ্তাহের আয় প্রকাশ করেছেন কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। আর এই তথ্য গণমাধ্যমে জানিয়েছেন স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ এর প্রধান নির্বাহী ও সিনিয়র বিনোদন সাংবাদিক সৈকত সালাহউদ্দিন।
মোহাম্মদ আলিমুল্লাহ সজীব বলেন, উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি ছবির গর্বের এক লাখ ডলার ক্লাবে ঢুকে গেল ‘প্রিয়তমা’। দুই সপ্তাহে এটি আয় করেছে এক লাখ বারো হাজার ডলার। ১ম সপ্তাহের আয় ছিল : ৮৪,০০০ ডলার (৪২টি থিয়েটার), ২য় সপ্তাহের আয় : ২৮,০০০ ডলার (৪টি থিয়েটার)
সবচেয়ে বেশি অবদান :
১। জ্যামাইকা মাল্টিপ্লেক্স, নিউ ইয়র্ক সিটি : ৫২,৭০০ ডলার (৩৫,৫০০ + ১৭,২০০) ‘প্রিয়তমা’ এখন ৩য় সপ্তাহে চলছে এখানে।
২। সিনেপ্লেক্স এগলিন্টন, টরন্টোঃ ১৭,৭০০ ডলার (১১,৪০০ + ৬,৩০০) এছাড়াও দারুণ অবদান রেখেছে এএমসি জন আর ১৫ (মিশিগান) ও এএমসি নেশামিনি (পেনসিলভেনিয়া)।
‘প্রিয়তমা’ ছাড়া আর যেসব ছবি উত্তর আমেরিকাতে এখন পর্যন্ত প্রেস্টিজিয়াস এক লাখ ডলার ক্লাবের মেম্বার :
আয়ের ক্রমানুসারে: দেবী (২০১৮) – প্রথম মেম্বার, হাওয়া (২০২২) – দ্বিতীয় মেম্বার, পরান (২০২২) – তৃতীয় মেম্বার।
তবে ‘প্রিয়তমা’ যে পরিস্থিতিতে, এত এত প্রাইম লোকেশন ছাড়া মুক্তি পেয়ে এমন পারফর্ম করলো এবং এখনো করছে সেটা আসলে দূর্দান্ত একটি ঘটনা। বিশাল একটা ধন্যবাদ অবশ্যই পাবে এই ছবির নির্মাণ সংশ্লিষ্ট সকলে। দারুণ এক মায়া ছড়িয়ে দিতে পেরেছেন আপনারা মানুষের মনে।
ComScore এবং বিশ্বখ্যাত চেইন সুত্রে জানা যায়, দ্বিগুণের বেশী মোট ছিয়াশি হলে মুক্তির পর পাঁচ সপ্তাহে ‘হাওয়া’ মোট ব্যবসা করেছিলো তিন লাখ আটান্ন হাজার ডলার। অন্যদিকে, সাত জুলাই হলিউডি ছবির ভরা মৌসুমে আমেরিকার এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস এবং কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে বিয়াল্লিশটি থিয়েটারে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহে ‘প্রিয়তমা’ আয় করলো চুরাশি হাজার ডলার। দ্বিতীয় সপ্তাহে পাঁচটি থিয়েটার থেকে আরো আয় হলো আরো আঠাশ হাজার ডলার। বর্তমানে আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্স এর একটি থিয়েটারে ‘প্রিয়তমা’ টানা তৃতীয় সপ্তাহে চলছে। সব মিলিয়ে ‘প্রিয়তমা’ ছবির জয়রথ কোথায় গিয়ে থামে তাই এখন দেখার বিষয়।
কানাডা ও আমেরিকার পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর পরিবেশনায় ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফ এর সিনেমা ‘প্রিয়তমা’ ছবির প্রধান তারকা বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং ভারতের ইধিকা পাল। টাইটেল গান, ইশ্বর, গভীরে গান তিনটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে এই সপ্তাহেও বিশ্বব্যাপী চলছে ঈদের সবচেয়ে আলোচিত ছবিটি।
Leave a Reply