বিনোদন প্রতিবেদক
আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা বাংলাদেশের সিনেমাপ্রেমীদের মনে ঝড় তুলে এবার পশ্চিমবঙ্গেও মুক্তি পাচ্ছে। ওপার বাংলা থেকে এপার বাংলায় সিনেমাপ্রেমীদের মন জয় করতে পাড়ি দিল ‘সুড়ঙ্গ’। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি।
একই ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ। সেই এপার বাংলা ওপার বাংলার বাঙালিদের মিলিয়ে দিতে এ সিনেমা ‘সুড়ঙ্গ’।
বাংলাদেশের আলোচিত সিনেমা কলকাতায় মুক্তি পাচ্ছে আগামীকাল (২১ জুলাই)। ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে কলকাতায় হাজির আফরান নিশো ও তমা মির্জা। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমাপ্রেমী মানুষরা আফরান ও তমার এ জুটিকে প্রথম বড় পর্দায় দেখার সুযোগ পাবেন।
যাদের এতদিন বাংলাদেশের ভালোবাসার ও মজার নাটক ওয়েবসিরিজে দেখেছেন মানুষ। এই প্রথম বড়পর্দায় হাজির হয়েছেন ছোটর্পদার এ জনপ্রিয় তারকা।
এবার এক নতুন রূপে দেখা যাবে আফরান নিশোকে। অভিনেতা নিশো বলেন, এতে মানুষের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। বিশেষ করে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাওয়ার পর এতে দারুণ সাড়া পেয়েছি যে ভাবা যায় না।
এদিন আফরান নিশোর সঙ্গে দেখা গেছে, মীর আফসার আলী, সৃজিত মুখোপাধ্যায়, জয়া আহসানকে। বাংলাদেশের দুই নায়িকার মিল দেখা গেলো কলকাতায়।
Leave a Reply