বিনোদন প্রতিবেদক
সম্প্রতি পূবাইলে বিলবিলা শুটিং স্পটে নির্মিত হলো নতুন ধারাবাহিক নাটক ‘গল্প নয় সত্যি’। নাটকটি রচনা করেছেন শেখ মহ: রেজাউল ইসলাম। পরিচালনা করেছেন সঞ্জীব দাস। নাটকটিতে অভিনয় করেছেন – আশিক চৌধুরী, দোলন দে,সাব্বির আহমেদ, শ্রাবন্তি সেলিনা, পীরজাদা হারুন, হান্নান শেলী, শায়লা আক্তার, শেখ স্বপ্না, অপু আহমেদ, আনোয়ার হোসেন, সীমু আহমেদ, ড.শেখ মহ: রেজাইল ইসলাম,আহমেদ সাব্বির রোমিও, বাপ্পা দীপ রায়, খলিলুর রহমান কাদেরিসহ অনেকেই।
নাটকের গল্পে দেখা যাবে – ‘পুষ্পা অত্যন্ত সুন্দরী ও মেধাবী ছাত্রী। তার বাবা ইয়াসিন কিছুটা লোভী টাইপের মানুষ। অত্যন্ত মেধাবী পুষ্পা, লেখা পড়া করে বড় হতে চায়। কিন্তু তার বাবা বিদঘুটে চেহারার একজন প্রাইমারী স্কুলের আজগর নামের শিক্ষকের সাথে বিয়ে দিতে চায়। কারণ সে সরকারী চাকরি করে। অন্য দিকে তার বাড়ির পাশেই একজন ধনী, প্রভাবশালী ব্যাক্তির পুত্র সিয়ামের, পুষ্পার প্রতি ছিল অগাধ টান। কিন্তু পুষ্পা তাকে পাত্তা দিতো না। পুষ্পার সম্পর্ক ছিলো ইভান নামে একজন সুদর্শণ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের সাথে। সে ঢাকায় থাকে। এর মধ্যে নানাভাবে আজগর মাস্টার পুষ্পার বাবাকে লোভ দেখায় এবং পুষ্পাকে বিয়ে করার প্রস্তাব দেয়। পুষ্পা কোন অবস্থাতেই এ বিয়েতে রাজি হয় না। সে পড়াশোনা করে বড় চাকরি করার প্রত্যাশা ব্যক্ত করে।
লোভী বাবা ইয়াসিন পুষ্পার অমতেই আজগর মাষ্টারের সাথে বিয়ের দিন ধার্য্য করে। পুষ্প একদিন প্রাইভেট পড়ে বিকেলে বাড়ি এসে দেখে তাদের বাড়িতে বরযাত্রীসহ বিয়ের আয়োজন। তখন সে হতাশ হয়ে যায়। এ বিয়েতে সে কোন ভাবেই রাজি নয় জানিয়ে দেয়। পুষ্প তার বাবা মাকে বুঝাতে চেষ্টা করে। তার হবু শ্বশুর এবং আজগর মাষ্টারের পা পর্যন্ত ধরে, যাতে এ বিয়ে না হয়। এর ফলশ্রুতিতে পুষ্পার বাবা আত্মহত্যা করবে বলে পুষ্পাকে হুমকি দেয়। সব কিছু বিবেচনা করে পুষ্পা বিয়েতে রাজী হয়। বর কে রেখে সবাই বাড়ি চলে যায়। পুষ্পা কোনভাবেই আজগর মাস্টারের সাথে বাসরঘর যাপন করতে চায় না। দু’জন ভিন্ন জায়গায় রাত্রি যাপন করে। এতে করে ঘটনা অন্য দিকে মোড় নেয়।
আজগর মাস্টার কথায় কথায় পুষ্পাকে গালমন্দ করে। তাতে পুষ্পা একটি চাকরির জন্য চেষ্টা করে। নিজে স্বাবলম্বি হতে চায়। ইতোমধ্যে ইভানকেও ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এভাবে গল্পে নানান ঘটনা ঘটতে থাকে ‘
নির্মাতা সঞ্জীব দাস বলেন, ‘নাটকের গল্পটা অসধারণ। ‘গল্প নয় সত্যি’ নাটকটিতে পুষ্পার জীবন যুদ্ধের গল্প, একটি মেয়ের সমাজের,সাথে লড়াই করে বেঁচে থাকার গল্প। পুষ্পার জীবনে ঘটে যাওয়া বিষয়গুলি নিয়ে ড.শেখ মহ: রেজাউল ইসলাম এ নাটকটি লিখেছেন,একটি মেয়ে কিভাবে কঠিন সময় পার করতে পারে তা ধরেছেন, গরীব পরিবারের একটি মেয়ে স্বাবলম্বী হতে গেলে কত কত সমস্যা অতিক্রম করতে তা এ নাটকে দেখা যাবে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে ‘
নির্মাতা সূত্রে জানা যায় মঙ্গলবার (১৮ জুলাই) একুশে টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘গল্প নয় সত্যি’।
Leave a Reply