নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, জাতীয় পার্টি কখনও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছে। নব্বইয়ে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার দাবি করলে পল্লীবন্ধু এরশাদ এ দাবি মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তর করেছিলো। কিন্তু সে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন করেনি। বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরশাদসহ পার্টির সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়, এমনকি জেলে থেকেই নির্বাচন করতে হয়।
শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকার শ্যামপুর থানার ৫১ নং ওয়ার্ডে মীর হাজীরবাগে ওয়ার্ড জাপার কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাবলা বলেন, প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। জাতীয় পার্টি উদার গণতান্ত্রিক , ইসলামী মুল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল হিসেবে দেশে সুদৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণমানুষের স্বার্থে রাজনীতি করে। জাতীয় পার্টি কোনো ব্যাক্তি বিশেষ বা গোষ্টির উন্নয়নে বিশ্বাসী নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশের সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য সাহসিতার সঙ্গে সংগ্রাম করছেন। আগামী জাতীয় নির্বাচনে লাঙ্গল নিয়ে জাতীয় পার্টির নেতারা লড়বে দেশের সকল মানুষের বিকাশের জন্য।একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামী মুল্যবোধের শক্তি হিসেবে জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় গেলে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।
শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, ৫১ নং ওয়ার্ড জাপার সভাপতি জাহিদ হোসেন, শ্যামপুর থানা যুব সংহতির আহবায়ক মারুফ হাসান মাসুম, ৫১ ওয়ার্ড জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমাস প্রমুখ।
Leave a Reply